করোনামুক্ত হলেন অধ্যাপক আসিফ নজরুল
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৭ নভেম্বর ফেসবুক পেজে অপর একটি স্ট্যাটাসে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
করোনামুক্ত হওয়ার কথা জানিয়ে আসিফ নজরুল ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার করোনা নেগেটিভ এসেছে আজকে। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দোয়া, প্রার্থনা ও শুভ কামনার জন্য। আল্লাহর কাছে দোয়া করি, যারা এখনো ভুগছেন তারা যেন সেরে ওঠেন তাড়াতাড়ি। এই অতিমারি থেকে যেন মুক্তি ঘটে আমাদের মানবজাতির।’
এর আগে করোনায় আক্রান্ত হওয়া খবর জানিয়ে তিনি ফেসবুক পেজে লেখেন, কয়েকদিন তার শরীরে জ্বর ছিল। এরপর করোনা টেস্ট করে তিনি জানতে পারেন তার করোনা পজিটিভ হয়েছেন। এসময় করোনাভাইরাস থেকে মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।