টিএসসির সাবেক পরিচালক আলমগীর হোসেন আর নেই
চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাবেক পরিচালক আলমগীর হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) সদস্য রবিন।
এর আগে হৃদরোগ ও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এ বিষয়ে জানিয়ে গতকাল ২২ নভেম্বর তার ছোট ভাই মনিরুজ্জামান ভূইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার বড় ভাই (আলমগীর হোসেন) ১৮ তারিখে হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে উনাকে ইব্রাহিম কর্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হলে করোনা পজিটিভ পাওয়া যায়।’
প্রসঙ্গত, টিএসসির পরিচালক ছাড়াও আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জেষ্ঠ্য প্রাক্তণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এর বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং একাধারে দুইবারের প্রাক্তণ সভাপতি ছিলেন।