স্মারকলিপিতে কাজ না হলে মাঠে নামবে সাত কলেজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৮:৩২ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২০, ০৯:১০ PM
দ্রুত ফলাফল প্রকাশ, ফলাফল বিপর্যয়ের সমাধান, আটকে থাকা পরীক্ষাগুলো নেয়াসহ আরও বেশকিছু দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষকে স্মারকলিপি দেবে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক একেএম আবু বকর। আগামী সপ্তাহে মধ্যে এ স্মারকলিপি দেয়া হবে। স্মারকলিপি দেয়ার পর দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়েছে।
আবু বকর বলেন, যেহেতু অনার্স ১৮-১৯ ও ১৭-১৮ সেশনের ফলাফল প্রকাশ করতে অতি বিলম্ব হওয়ার পরে দেখা গেছে শিক্ষার্থীদের ২.০০ ও ২.২৫ শর্তে প্রায় ৬০% শিক্ষার্থী নন-প্রমোটেড করা হয়েছে সেহেতু এই সেশনদ্বয়ের একটি বিশেষ সুযোগ দিয়ে পরবর্তী সেশন চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয়া হবে।
তিনি বলেন, এছাড়া দেখা গেছে অনার্স ১৫-১৬ ও ১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা এক বর্ষে দুই বছর পার করে ফেলেছেন। তাই তাদের কথা বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা নেওয়া ব্যবস্থা করতে হবে।
সাত কলেজ শিক্ষার্থীদের ডিগ্রি কোর্সের বিষয়ে আবু বকর জানান, ডিগ্রির ধারাবাহিক ৩টা (১৬-১৭, ১৫-১৬ , ১৪-১৫) সেশনের পরীক্ষা হচ্ছে না। পরীক্ষার জন্য আটকে রাখা এসব সেশনগুলোর অতিদ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে। যাতে তারা পাশ করে চাকরি জীবন প্রবেশ করতে পারে।
আলোচনা সভায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে আলোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত গৃহিত হয়।