০৭ নভেম্বর ২০২০, ১৪:৩৯

ঢাবির রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহকারীদের ফলাফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও লোগো  © ফাইল ফটো

বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০১৯ অংশগ্রহকারীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে পরীক্ষায় সাত্তার কাদির (নেক্সেন কলেজ, ঢাকা), নিলয় কুমার মণ্ডল (নটরডেম কলেজ, ঢাকা) ও দীপ নিলয় (সরকারি হাজী মোহসিন কলেজ, চট্টগ্রাম) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।

অনলাইনে পরীক্ষার পরে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৪ জন পরীক্ষার্থীর তালিকা ঘোষণা করা হয়, যাদের অলিম্পিয়াড আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এছাড়া এই দশম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে দেশের বিভিন্ন জেলা থেকে ২ হাজার ২৮০ জন ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করেছিল এবং ১ হাজার ৫০১ জন ছাত্র-ছাত্রী অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।