০৬ নভেম্বর ২০২০, ০৯:০০

ঢাবি ক্যাম্পাসে মদপান, কর্মচারীসহ ৩ জনকে থানায় সোপর্দ

ছবিতে মাদকাসক্তরা, ইনসেটে মদের বোতল  © টিডিসি ফটো

ক্যাম্পাস এলাকায় মদপানরত অবস্থায় তিনজনকে ধরে শাহবাগ থানায় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ রনি (২৪), নাসির উদ্দিন (২৮) এবং মামুন। এদের মধ্যে রনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, নাসির বিশ্ববিদ্যালয়ের কর্মচারির ছেলে এবং মামুন শহীদ মিনার এলাকায় নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, রাতে শহীদ মিনারের বাউন্ডারির দেয়ালে বসে মদ খাচ্ছিলেন এই তিনজন। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবহিত করে এবং থানায় খবর দেয়। পরে শাহবাগ থানা পুলিশ এসে বিশ্ববিদ্যালয়ের অনুমতিতে তাদেরকে থানায় নিয়ে যায়।

এ সময় তাদেরকে মদের বোতলসহ হাতেনাতে ধরা হয় বলে জানান শাহবাগ থানার এসআই আরিফ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মোবাইলে টিমে কল দিলে তারা বলেন, রাতে তিনজনকে ধরা হয়েছিল। তবে তাদের বিষয়ে আমরা কোনো বক্তব্য দিতে পারছি না। প্রক্টর স্যার ভালো বলতে পারবেন।

বিশ্ববিদ্যালয়েল প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেন নি।