ছুটি কমাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি কমানো হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যায়ের নির্ধারিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সদস্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি ৪০ দিন থেকে কমিয়ে ২০ দিন করা হয়েছে। অন্যদিকে শীতকালীন ছুটি করা হয়েছে ১৭ দিন থেকে কমিয়ে ৭ দিন। অর্থ্যাৎ সামনে যে শীতকালীন ছুটি আসছে, সেখান থেকেই ৭ দিন এবং আগামী বছরের গ্রীষ্মকালীন ছুটি থেকে ২০ দিন কমানো হয়েছে।

এছাড়াও সভায় চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে অনেকদিন ধরেই উন্নয়ন ফি কমানোর দাবি করে আসছিল। তাদের দাবির প্রেক্ষিতে আমরা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি।


সর্বশেষ সংবাদ