মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে ঢাবিতে তিন ছাত্রীর অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রীর অবস্থান কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রীর অবস্থান কর্মসূচি  © টিডিসি ফটো

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে অবমাননা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন তিন ছাত্রী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সাত কলেজের ছাত্রী বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ মঙ্গলবার বেলা ১২টা ৫৫মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকেন।

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে অবমাননা করার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে তিন শিক্ষার্থী অবস্থান করলেও কোন বক্তব্য দেননি তারা। ওই তিন ছাত্রী হলেন খাদিজা, মিম ও নুর। তারা সবাই চতুর্থ সেমিস্টারের ছাত্রী বলে জানা গেছে।

রাজু ভাস্কর্যে অবস্থান করার সময় তারা তিনজন তিনটি ব্যানার ধরে রাখেন। এছাড়া তারা সম্পূর্ণ পর্দা মেনে এ কর্মসূচি পালন করেন।


সর্বশেষ সংবাদ