স্বচ্ছতার সঙ্গে ভর্তি কার্যক্রম সম্পন্নে প্রশাসন বদ্ধপরিকর: চবি ভিসি

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উচ্চ শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে সুমহান গৌরব ও ঐতিহ্য। এ ঐতিহ্যকে সামনে রেখে প্রতিবছর স্বচ্ছতার সঙ্গে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে থাকে প্রশাসন।

তিনি আরও বলেন, বিগত বছরের ন্যায় এ বছরও এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বিষয়ে সকল কার্যক্রম সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে সুসম্পন্ন করার ব্যাপারে চবি প্রশাসন বদ্ধপরিকর।

আজ রবিবার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরিকল্পনা বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পর্কিত ডিনস কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দুইটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথমটি, শিক্ষার্থীদের স্বশরীরে অংশগ্রহণের মাধ্যমে পূর্বের ন্যায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে। দ্বিতীয়টি, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরবর্তীতে চবি ভর্তি কমিটি ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সভায় বিভিন্ন অনুষদের ডিনসহ চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস.এম. সালামত উল্যা ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের আজকের মিটিং-এ দুইটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমটি, আগের মতই ১০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে ভর্তি করানো হবে। দ্বিতীয়টি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পরে বাকি অন্যসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে নাকি ক্যাম্পাসের বাহিরে নেয়া হবে, এ সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে। এখন শুধু পরীক্ষা কিভাবে নেয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ