কমিটি ২২ সদস্যের, ঢাবি থেকে ১ জন

নতুন কমিটি ঘোষণা
নতুন কমিটি ঘোষণা

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, মুহাম্মদ রাশেদ খাঁন ও ফারুক হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করে নতুন কমিটি গঠন করেছে একটি অংশ। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে মোট ২২ সদস্যদের এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। নতুন আহবায়ক কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র একজন শিক্ষার্থী স্থান পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক পদে থাকা ওই ছাত্রের নাম জালাল আহমেদ। কমিটির আহ্বায়ক করা হয়েছে এপিএম সোহেলকে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এছাড়া যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের; এবং আব্দুর রহিম, মো. আমিনুল ইসলাম ‍রুবেল সিলেট এমসি কলেজের ছাত্র। এর বাইরে রিয়াদ হোসেন রাজধানীর সরকারী বাংলা কলেজের, মো, সেলিম ঢাকা কলেজের, শাকিল আদনান তিতুমির কলেজের এবং পৃথু হামিদ, একেএম রাজন হোসাইন, মো. সাইফুল ইসলাম, সাদ্দাদুর রহমান রাফি ও আফরান নাহিদ নিশো ঢাকা মহানগরের। সংগঠনের সদস্য সচিব করা হয়েছে ঢাকা কলেজের ইসমাইল সম্রাটকে। যুগ্ম সচিব হিসেবে আছেন ঢাকা মহানগরের সৈয়দ সামিউল ইসলাম।

উপদেষ্টা হিসেবে আছেন ঢাকা কলেজের মোহাম্মদ উল্লাহ মধু ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মুজাম্মেদ মিয়াজি।

এ বিষয়ে এ পি এম সুহেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাদের কমিটিতে আসতে চেয়েছিল। অবশ্য পরে আসতে পারবে। সুহেল আরো বলেন, নুরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ  তোলায় আমাকে বহিষ্কার করেছিল। পরবর্তীতে সংঠনের অনেক সদস্য নুরের বহিষ্কার মানেনি।


সর্বশেষ সংবাদ