নুরের গ্রেফতার দাবিতে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধ মঞ্চ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের গ্রেফতার দাবিতে মশাল মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ অভিমুখে মশাল মিছিল কর্মসূচী পালন করে সংগঠনটি।
মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরোও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সহ-সভাপতি কামরুজ্জামান রাজু, শুভ্র মাহমুদ, মাকসুদ হাওলাদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ধর্ষণ, ধর্ষণে সহায়তা, ধর্ষণ পরবর্তী সামাজিকভাবে হেয় করা ও হুমকি দেয়া ইত্যাদি অপরাধের মাত্রাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।
মামুন বলেন, ঢাবি ছাত্রী কর্তৃক লালবাগ থানায় মামলা করার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও ধর্ষণ মামলার মূল আসামি হাসান আল মামুন-নুরুল হক নুরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ধর্ষণ মামলার আসামি নুরুল হক নুর গংদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার না করায় ছাত্রসমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সমাবেশে সিপিবির নেত্রী জলি তালুকদারকে যৌন নিপীড়ন জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি, ধর্ষণের দায়ে ছাত্র অধিকার পরিষদকে আইন করে নিষিদ্ধ করণ এবং শাহবাগে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।