নিউজের পরে জাবিতে ‘মানসিক স্বাস্থ্য’ বিষয়ক সেমিনার

শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘শিক্ষার্থীদের ‘মানসিক বিষন্নতা’ প্রতিরোধে নিরুদ্বেগ জাবি কর্তৃপক্ষ’ শিরোনামে নিউজ হওয়ার পরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেষ্ট হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে “মানসিক স্বাস্থ্য বিষয়ক” একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ই অক্টোবর) রাতে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টায় অনলাইনে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক হেদায়েতুল ইসলাম।

সেমিনারে অংশগ্রহণেচ্ছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণের পূর্বে অনলাইনে নিবন্ধন করতে হবে। সেমিনারের বিস্তারিত সূচী ও জুম লিংক পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে প্রচার করা হবে।

বিনামূল্যে নিবন্ধন লিংক:
https://docs.google.com/forms/d/1LGHBKA5EKUByhLqtiOCqs9oFZvBMhBKY7nUQCT PtYI/edit?usp=sharing


সর্বশেষ সংবাদ