নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নুরুল হক নুর
নুরুল হক নুর  © টিডিসি ফটো

ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে ‘খারাপ মেয়ে’ বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করা হয়। মামলাটি করেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় নুরুল হক ‍নুরের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, এখনো আদেশ দেননি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ অক্টোবর নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মামলার বাদীকে ‌‘দুশ্চরিত্রাহীন’ বলেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধর্ষণের নাটক করছে সেচ্ছায় একটি ছেলের সাথে বিছানায় গিয়ে’। এই মন্তব্য বাদীর জন্য অপমানজনক ও মানহানিকর।

এর আগে ধর্ষণে সহযোগিতার অভিযোগ এবং সাইবার বুলিংয়ের অভিযোগের নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের ওই ছাত্রী। এ নিয়ে ঢাবির ওই ছাত্রীর তিন মামলার আসামি নুর।


সর্বশেষ সংবাদ