ফেসবুকে বক্তব্যের মাধ্যমে ধর্ষণের বৈধতা দিচ্ছেন নুর: ঢাবি ছাত্রী
টিএসএসসিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী অভিযোগ করেছেন, ফেসবুক লাইভে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন তা দায়িত্বজ্ঞানহীন, মনগড়া ও বানোয়াট। তিনি আমাকে নিয়ে যে কথা বলেছেন তা ছাত্র প্রতিনিধি হিসেবে তার মুখে মানায় না। এ কথার মাধ্যমে তিনি এক রকম ধর্ষণের বৈধতা দিচ্ছেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ফাতেমার পাশে আমরা’ ব্যানারে আয়োজিত এক সংহতি সমাবেশে ভুক্তভোগী শিক্ষার্থী এই মন্তব্য করেন।
ঢাবি ছাত্রী বলেন, তিনি (নুর) যা বলেছেন সব বানোয়াট ও মনগড়া। এরপরও তার কথার প্রেক্ষিতে যদি ধরেও নেই আমি দুশ্চরিত্রা, তাহলে তার সহযোগী সোহাগ বা মামুন কী? তারা কি চরিত্রবান?
গত ৮ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) হাসান আল মামুনসহ আরও ছয়জনকে গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন ঢাবির ওই ছাত্রী।
এদিন সেখানে ‘ফাতেমার পাশে আমরা’ ব্যানারে এক সংহতি সমাবেশের আয়োজন করে আয়োজন করে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট, সুচিন্তা ফাউন্ডেশন, পূর্ণিমা রানী ফাউন্ডেশন এবং ঐক্য একাত্তর। এছাড়া সমাবেশে সংহতি প্রকাশ করেন ব্যারিস্টার তুরিন আফরোজ।