‘শুরুতে হতাশ হলেও এখন কিছুটা আশার আলো দেখছি’

‘শুরুতে হতাশ হলেও এখন কিছুটা আশার আলো দেখছি’
‘শুরুতে হতাশ হলেও এখন কিছুটা আশার আলো দেখছি’  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালেয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্রীর করা ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার ঘটনায় স্বস্তি প্রেকাশ করেছেন ওই ছাত্রী।

সোমবার সাংবাদিকদের দেয়া বক্তব্যে তিনি বলেন, “আজকে পঞ্চম দিনের মতো এখানে অনশন করছি। দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং দুজনেরই রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। শুরুতে হতাশ হলেও এখন আমি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি।”

ওই ছাত্রী আরো বলেন, “তবে ছয়জন আসামির প্রত্যেককে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এই রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত একজন আসামি বাইরে আছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে অবস্থান করব।”

এখন অনশন না কি অবস্থান কর্মসূচি জানতে চাইলে তিনি বলেন, “শুরুতে ২৭ ঘণ্টা টানা অনশন করেছিলাম। পরে অসুস্থ হয়ে পড়লে প্রাইমারি ট্রিটমেন্ট ও স্যালাইন দেওয়ায় হয়। এখন খাবার না খেলেও স্যালাইন চলছে। ফলে কিছুটা সুস্থ আছি।”


সর্বশেষ সংবাদ