তিন দফা দাবিতে আন্দোলনে চবি অফিসার সমিতি
দাবি আদায়ে তিন দিনের আল্টিমেটাম
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ১০:৩৭ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২০, ১০:৪৭ PM
অফিসারদের সকল পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার, অন্যান্য বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অফিসারদের মত চবি অফিসারদের গ্রেডের সমতা আনয়ন ও বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন করার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি।
এসব দাবি বাস্তবায়নের দাবিতে চবি অফিসার সমিতি তিন দিনের কলম ও কর্ম বিরতি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে চবি অফিসার সমিতির কার্যকরী পরিষদের এক জরুরী সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলমবিরতি, ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি এবং সমিতি কার্যালয়ে অবস্থান। ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি।
অফিসার সমিতির তিন দফা দাবিগুলো হল- জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া ১৯৭৩ সালের অ্যাক্ট বলে প্রতিষ্ঠিত ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে ৬ষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার ও সমমানের পদে ৪র্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনয়ন করা। প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ থেতে শিক্ষকদের প্রত্যাহার এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সাথে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন করতে পূর্বের ন্যায় চালুর ব্যবস্থা গ্রহণ করা।
চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী বলেন, ‘আমাদের এসব দাবি নিয়ে আমরা ২০১৬ সাল থেকে আন্দোলন করে আসছি। সর্বশেষ সমিতির আবেদনের প্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫২৬ তম সিন্ডিকেটে সমতা নিরূপণের বিষয়টি এজেন্ডাভুক্ত হয়েছিল।
তিনি বলেন, কিন্তু সিন্ডিকেটের বেশীরভাগ এজেন্ডা পাশ হলেও অফিসারদের প্রাণের দাবীর বিষয়ে সিন্ডিকেট এমন সিদ্ধান্ত গ্রহণ করেন যা সমিতির আবেদনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের খবর পেয়ে আমরা উপাচার্য ম্যামের সাথে সাক্ষাৎ করে গ্রেডের সমতা আনয়নের বিষয়ে আলোচনা করি। কিন্তু ৭ অক্টোবরও কোন অগ্রগতি না হওয়ায় আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার’স ফেডারেশনের পরামর্শক্রমে উল্লেখিত দাবীসমূহ বাস্তবায়নের জন্য তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছি।