আমরণ অনশনে ধর্ষণের শিকার ঢাবির সেই ছাত্রী

অনশনে ঢাবি ছাত্রী
অনশনে ঢাবি ছাত্রী  © টিডিসি ফটো

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অব্যাহতিপ্রাপ্ত আহবায়ক হাসান আল মামুনসহ ধর্ষণে অভিযুক্ত সংগঠনটির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন তিনি। এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ওই শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। সেজন্য আজ বাধ্য হয়ে অনশনে বসেছি। ধর্ষকরা জাতির শত্রু। তাদের কোন ক্ষমা নেই। হাসান আল মামনু ও নুরুল হক নুরসহ অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমার অনশন অব্যাহত থাকবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় মামুনকে প্রধান আসামী করে ছাত্র অধিকার পরিষদের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের মামলা করেন ওই ছাত্রী। এই মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়। এর পর গত ২১ সেপ্টেম্বর একই আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং হেয় প্রতিপন্ন করতে ডিজিটাল মাধ্যমে অপপ্রচারের অভিযোগ কোতোয়ালি থানায় অরেকটি মামলা করেন ওই ছাত্রী।

উভয় মামলার আসামিরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক হাসান আল মামুন (২৮), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর (২৫), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফি (২৩)।


সর্বশেষ সংবাদ