পরের সেমিস্টার শুরু হলেও ক্লাস করতে হবে আগেরটারও

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো  © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ও জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পুরোদমে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। তবে নিজেদের মান অক্ষুণ্ণ রাখার কথা বলে অনলাইনে পরীক্ষা নিচ্ছে না কর্তৃপক্ষ। তাই পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরের সেমিস্টারের ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয় খোলার পর পূর্বের সেমিস্টারের ক্লাসও করতে হবে ছাত্র-ছাত্রীদের।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম চলমান রাখার স্বার্থে এক সেমিস্টার ক্লাস শেষ হওয়ার পর পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রেজিস্ট্রার কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউট প্রধানদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত পরশু আমরা এমন একটি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী এক সেমিস্টার শেষ করার পর পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করতে সব বিভাগ এবং ইনস্টিটিউটকে জানিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় শিক্ষার্থীদের সময় যে অপচয় না হয় সেজন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার মধ্যেই থাকুন। এখন শিক্ষার্থীরা সব ক্লাস করবে। ক্যাম্পাস খোলার পর পূর্বের সেমিস্টারের কিছু বিষয়ের ক্লাসও তাকে করতে হবে। এরপর আমরা পরীক্ষার আয়োজন করব।

অনলাইনে পরীক্ষার নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের কাছে ভার্চুয়াল মাধ্যমে পরীক্ষা নেয়ার বিশ্বস্ত কোনো সফটওয়্যার এখনো প্রতীয়মান হয়নি। সেজন্য অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে আমরা খুব একটা ভাবছি না। আমাদের শিক্ষার্থীরা আপাতত পড়ালেখার মধ্যে থাকুক। ক্যাম্পাস খুললে পরীক্ষা নিবো।


সর্বশেষ সংবাদ