২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৯
টিএসসির আবাসিক কক্ষ ছাড়ার নির্দেশ ঢাবি কর্তৃপক্ষের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আবাসিক কক্ষ ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৮ সেপ্টেম্বর) টিএসসির সহকারী পরিচালকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে কক্ষগুলোতে অবস্থানরত সকলকে বুধবারের (৩০ সেপ্টেম্বর) মধ্যেই চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বর্তমান উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টিএসসির আবাসিক কক্ষসমূহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় টিএসসির আবাসিক কক্ষে অবস্থানরত সকলকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কক্ষ শূন্য করে দেওয়ার জন্য বলা হয়েছে।
নির্ধারিত তারিখের পরে শৃঙ্খলা রক্ষাবাহিনী তাদের কার্যক্রম আরম্ভ করবে বলে এতে সতর্ক করে দেওয়া হয়েছে।