ঢাবির সেই ছাত্রীকে আইনী সহায়তা দেবে রাব্বানীর সংগঠন
ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রীকে বিচার পেতে আইনী সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেয়া এক পোস্টে একথা জানান সাবেক এই ছাত্রলীগ নেতা।
পাঠকদের জন্য নিম্মোক্ত রাব্বানীর স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো:
“বিয়ের প্রলোভন দেখিয়ে এবং সমস্যা সমাধান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বোনকে ধর্ষণ করেছে 'ছাত্র অধিকার পরিষদ' নামের একই সংগঠনে কাজ করা দুই নরাধম!
একই সংগঠনের হওয়ায় ধর্ষকদ্বয়কে আশ্রয়-প্রশ্রয় দিয়ে, এ বিষয়ে বাড়াবাড়ি করলে চরিত্র স্খলন ও সম্ভ্রমহানির হুমকি দিয়েও শেষ রক্ষায় ব্যর্থ হয়ে, অপকর্মটিকে রাজনৈতিক মোড়ক দেয়ার হীন চেষ্টায় লিপ্ত ডাকসুর সাবেক ভিপি! অসহায় বোনটির যৌক্তিক শঙ্কা, রাজনৈতিক রং মাখিয়ে ও তথাকথিত জনপ্রিয়তা কাজে লাগিয়ে পার পেয়ে যেতে পারেন দুষ্কৃতকারীরা!!
আইনের ছাত্র হিসেবে এটুকু সুনিশ্চিত করছি, ন্যায় বিচারের স্বার্থে অসহায় বোনকে সকল প্রকার আইনী সহায়তা দিতে প্রস্তুত, Team Positive Bangladesh- Legal Services
অসহায় ভুক্তভোগীদের সঠিক আইনী পরামর্শ ও সহায়তা প্রদানের নিমিত্তে পরিচালিত গ্রুপটির সম্মানিত এডমিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী Rasida Chowdhury Nilu আপা ভুক্তভোগীকে মামলা পরিচালনার বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করবেন।
আইন তার নিজস্ব গতিতে চলবে।”