প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছে রাবি শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের আনলিমিটেড গুগল ড্রাইভ ব্যবহার, আন্তর্জাতিক প্লাটফর্মগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত এবং একাডেমিক, ব্যবহারিক এবং ক্যারিয়ার বিষয়ক নানা দক্ষতা অর্জনে প্রতিষ্ঠানিক ই-মেইল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক বাবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধার্থে প্রাতিষ্ঠানিক ই-মেইল দিতে আজ আমরা আলোচনা করেছি। আলোচনায় ই-মেইল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে আমরা যাবতীয় প্রস্তুতি নেয়া শুরু করেছি। আগামী রোববারে আমরা একটি কমিটি গঠন করব। কমিটির সদস্যদের নিয়ে যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করার পরে নূন্যতম ৬ মাস এই ই-মেইল ব্যবহারের বৈধতা দেয়া হবে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়া হলেও এ সুবিধা থেকে বঞ্চিত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বেশ কিছুদিন যাবৎ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেসহ বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিক ই-মেইলের দাবি জানিয়ে আসছিল।