নুর-মামুনদের শাস্তি চেয়ে ঢাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগের বিচার দাবিতে মানবন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগের বিচার দাবিতে মানবন্ধন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগে  বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজুস্মৃতি ভাস্কর্যে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে  ‘ভুক্তভোগীর সতীর্থবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় বিচারপ্রত্যাশী শিক্ষার্থীরা বলেন, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিরুদ্ধে না। আমাদের আন্দোলন ধর্ষকের বিরুদ্ধে।

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উদ্দেশে তারা বলেন, আপনারা ধর্ষিতার বিচার পাওয়ার সহযোগিতা না করে বরং ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছেন। আপনারা একজন ধর্ষকের পক্ষ হয়ে আন্দোলন করছেন এটা মোটেও শোভনীয় নয়।


সর্বশেষ সংবাদ