চবির তিন হাজার ৭৫০ শিক্ষার্থীর তালিকা ইউজিসিতে
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে শিক্ষাকার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়া অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইস কিনতে শিক্ষাঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে কমিশন।
সেজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিকট অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছিল ইউজিসি। সে মোতাবেক তিন হাজার ৭৫০ জন শিক্ষার্থীর তালিকা ইউজিসিতে জমা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ২০ আগস্ট উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ডিনস্ কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক ক্ষতি পুষিয়ে দিতে সেপ্টেম্বর থেকে চবিতে অনলাইন ক্লাস শুরু হবে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট অনলাইন ক্লাসের জন্য ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চায় চবি। তালিকা সম্পন্ন করে প্রথমে চার হাজার শিক্ষার্থীর তালিকা ইউজিসিতে পাঠানো হয়।
পরে ইউজিসি থেকে চিঠি দেয়া হয়, মোট শিক্ষার্থীর মধ্যে ১৫ শতাংশের তালিকা দেওয়ার জন্য। এর আলোকে যাচাই-বাছাই শেষে পুনরায় তিন হাজার ৭৫০ জন শিক্ষার্থীর তালিকা ইউজিসিতে পাঠানো হয়েছে।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. মনিরুল হাসান। এসময় তালিকার সবাইকে সহায়তা দেওয়া হবে কিনা জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ‘এটা আমি জানি না। এ সিদ্ধান্ত ইউজিসি নেবে।’