১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

ডিইউডিএস আন্তঃহল বিতর্ক উৎসব শুরু ২৪ সেপ্টেম্বর

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিতার্কিকদের সৃজনশীলতা ও মননশীলতা বৃদ্ধি এবং ঘরে বসেই মুক্তবুদ্ধি চর্চার লক্ষ্যে আন্তঃহল (নবিশ) বিতর্ক প্রতিযোগিতা-২০২০ আয়োজন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।

আগামী ২৪ সেপ্টেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে শুরু হবে এই উৎসব। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের কোনো শিক্ষার্থী অংশ নিতে পারবেন না। এছাড়া ডিইউডিএসের হয়ে একাধিকবার প্রতিননিধিত্ব করা এবং ডিইউডিএসকে চ্যাম্পপিয়নশীপ এনে দেওয়া শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

এ বিষয়ে ডিইইউডিএসের সভাপতি এস এম আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এবারের আয়োজনটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন বিতার্কিকদের জন্য আয়োজন করা হয়েছে। বিতর্কের জন্য প্রতিটি হল থেকে একটি টিম রেজিষ্ট্রেশন করতে পারবে। আমরা প্রতিটি হলে একজন করে প্রতিনিধ সিলেক্ট করে দিয়েছি। তাদের কাছে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নাম জমা দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা মূলত নবীন এবং প্রবীনদের মধ্যে মেল বন্ধনের আয়োজন করতে যাচ্ছি। সেজন্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিচারক হিসেবে রাখা হয়েছে। প্রতিটি টিমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ থেকে তিনজন বিতার্কিক থাকতে হবে বলেও জানান তিনি।