বাঁচতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শাকিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬ PM
অর্থের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম শাকিলের জীবন সঙ্কটে পড়েছে। গত কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে টাকার অভাবে তার চিকিৎসা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
শরিফুল ইসলাম শাকিল ঢাবির সোসিওলোজি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের নেতা ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি।
জানা গেছে, হার্ট ও মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন শাকিল। অসুস্থ হয়ে পড়ায় গত ২৮ আগস্ট রাজধানীর মিলেনিয়াম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ভেন্টিলেটরের মাধ্যমে নিঃশ্বাস নিচ্ছেন তিনি।
শাকিলের বন্ধু ঢাবির আরেক শিক্ষার্থী নাইম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, শাকিলের বাড়ি পাবনাতে। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। ইতোমধ্যেই তার চিকিৎসায় কয়েক লাখ টাকা ব্যয় হয়ে গেছে। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তাই শাকিলকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, বিভাগের চেয়ারম্যান ছাত্রলীগের শীর্ষ নেতা থেকে শুরু করে সবাইকে শাকিলের বিষয়ে অবহিত করেছি। তবে ক্যাম্পাস বন্ধ থাকায় এখনো সেভাবে কোনো অনুদান পাইনি। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে টাকার অভাবে আমরা শাকিলকে হারাতে বসেছি। কেননা স্কয়ারের চিকিৎসার ব্যয় বহন করা শাকিলের পরিবারের পক্ষে সম্ভব না।
শাকিলকে সহযোগিতা করতে
Bkash-01764900462
DBBL-
169 103 0112661(salary)
স্নিগ্ধা খাতুন-শাকিল এর বড় বোন