০২ সেপ্টেম্বর ২০২০, ১৫:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হলেন অধ্যাপক মমতাজ উদ্দিন

অধ্যাপক মমতাজ উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ।  বুধবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  সে অনুযায়ী আগামী চার বছর পদটিতে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মমতাজ উদ্দীন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের মেয়াদ পূর্ণ হয় গত ১১ জুলাই। এরপর থেকেই শূন্য ছিল বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম সম্পাদনের গুরুত্বপূর্ণ এ পদটি।

গত ২৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হচ্ছেন অধ্যাপক মমতাজ উদ্দিন শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে দ্যা ডেইলি ক্যাম্পাস। এর এক সপ্তাহেরও বেশি সময় পর আজ তিনি নিয়োগ পেলেন।

পড়ুন: যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হতাম

পড়ুন: দাদা-বাবার পথে হাঁটছেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন