২১ আগস্ট ২০২০, ১৯:৪০

ঢাবি ছাত্র ইমাম স্মরণে ভার্চুয়াল দোয়া-মাহফিল

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেনের স্মরণে ভার্চুয়াল দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে আইইআর ভাষা শিক্ষা বিভাগের উদ্যোগে এই দোয়া ও শোক সভার আয়োজ করা হয়।

অনুষ্ঠানে ভাষা শিক্ষা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মনিনুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইইআরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মালেক, অধ্যাপক শ্যামলী আকবর, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক সুমেরা আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মাহবুবুর রহমান লিটুসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শোক সভায় অধ্যাপক শ্যামলী আকবর বলেন, সবার জীবনেই নানা ধরনের সমস্যা আসতে পারে। আর এগুলো যদি আমাদের কারো একার পক্ষে সমাধান করা সম্ভব না হয় তখন উচিত আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সাহায্য নেওয়া। এক্ষেত্রে আইইআর অতীতেও তার শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশে ছিলো ভবিষ্যতেও থাকবে।

আইইআরের পরিচালক অধ্যাপক অধ্যাপক ড. মো. আব্দুল মালেক বলেন, ইমাম হোসেনের অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা প্রত্যাশা করি এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে। আর এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সাহায্য করার জন্য আই ই আরের যে সকল পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে তা নেওয়া হবে।