১৭ আগস্ট ২০২০, ২৩:৫৩

জানুয়ারি থেকে ৬টি বড় মাপের আন্তর্জাতিক ই-কনফারেন্স— ভিসি আখতারুজ্জামান

  © টিডিসি ফটো

আগামী বছরের ১ জুলাই দেশের প্রাচীনতম এবং শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানান আয়োজনের উদ্যোগ নেয়া হলেও করোনা মহামারীর কারণে তা সম্ভব নাও হতে পারে। তবে শতবর্ষ উপলক্ষে আগামী জানুয়ারি থেকে ভার্চুয়ালি ৬টি আন্তর্জাতিক ই-কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

আজ সোমবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকারের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপন উপলক্ষে সবচেয়ে বড়মাপের একটি কর্মসূচি ছিল, যেটি লন্ডন ও ঢাকাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হবে না।

তিনি বলেন, তবে আপনাদের শুনে ভালো লাগেবে যে, আমরা আগামী জানুয়ারি থেকে ৬টি বড় মাপের ভার্চুয়ালি আন্তর্জাতিক ই-কনফারেন্স আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, শিক্ষা, মানববিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, সমাজ বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে এসব ই-কনফারেন্স আয়োজন করা হবে। এসব আয়োজনের আহবায়ক হিসেবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।