৪ লাখ টাকা অনুদান পেল চবি মেডিকেল
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৫:২৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২০, ০৫:২৩ PM
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেল সেন্টার আধুনিকায়নে ৪ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে চিটাগং ইউনিভার্সিটি এলামনাই ফোরাম।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের হাতে এ চেক হস্তান্তর করা হয়। এসময় উপাচার্যের অফিস কক্ষে ফোরামের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন বড়ুয়া এ চ্যাক হস্তান্তর করেন।
দেখুন: চবি মেডিকেল পেল ২০ লাখ টাকা
এ সময় চবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, আইন অনুষদের ডিন ও চবি এলামনাই এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম আবু নোমান, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে চবিতে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবা ও চবি মেডিকেল সেন্টার আধুনিকায়নে চিটাগং ইউনিভার্সিটি এলামনাই ফোরামের আর্থিক অনুদানের বিষয়ে নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।