ঢাবি ছাত্র সিফাতের উপর হামলার বিচার দাবি স্বতন্ত্র জোটের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সিফাতের উপর হামলার প্রতিবাদ জানিয়ে এ ঘটনার জড়িতদের শাস্তি দাবি করেছে স্বতন্ত্র জোট। আজ রবিবার জোটের সমন্বয়ক ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বতন্ত্র জোট জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সালেহ উদ্দীন সিফাত সীতাকুণ্ড থেকে ফেনিতে যাওয়ার পথে অতর্কিতে হামলার স্বীকার হন। হামলাকারীদের পরবর্তীতে ইউনিয়ন ছাত্রলীগ হিসেবে শনাক্ত করা হয়। তার উপর এই আক্রমণ স্পষ্টভাবেই তার ক্ষমতাসীন দলের সাথে ভিন্নমত দমনের অপচেষ্টা।
দেখুন: ঢাবি শিক্ষার্থী সিফাতের উপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি
এ ঘটনার বিচার দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বতন্ত্র জোট এই হামলার তীব্র নিন্দা জানায়। সেই সাথে এই হামলায় জড়িতদের দেশের আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি দিতে হবে।
এর আগে গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেল ৩ টায় চট্টগ্রামের সীতাকুণ্ডুর বড়দারোগার হাট বাজারে এই ঘটনা ঘটে। সিফাত কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন সক্রিয় কর্মী।