২৫ জুলাই ২০২০, ১৮:৫৩

নকল মাস্ক: শারমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে আটক অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী রেজিস্ট্রার শার‌মিন জাহা‌নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে ঢাবি থেকে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কা‌ছে প্রতারণার সব তথ্য-প্রমাণ চাওয়া হয়েছে।

আগামীকাল রবিবারের মধ্যে এসব তথ্য-প্রমাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে যেতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শনিবার সন্ধ্যায় তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিএসএমএমইউ থেকে তথ্য-প্রমাণ আসলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কেউ অসৎ কাজে জড়িত হয়ে তাতে অপরাধী সাব্যস্ত হলে নিয়মানুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়। তার (শারমিন জাহান) ক্ষেত্রেও সেটা হবে। এ ঘটনার সামগ্রিক বিষয় খ‌তি‌য়ে দেখ‌তে বিশ্ববিদ্যালয়ের রে‌জিস্ট্রার‌কে দা‌য়িত্ব দেয়া হয়েছে। 

তিনি বলেন, বিএসএমএমইউ উপাচার্যের কা‌ছেও তথ্য-প্রমাণ চাওয়া হয়েছে। আশা করি, তিনি কালকে এসব পাঠিয়ে দেবেন। পরে এসব খতিয়ে দেখে বিধি মোতাবেক আমাদের যা করণীয়, তা করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন শারমিন। তবে ২০১৬ সাল থে‌কে ‌শিক্ষা ছু‌টি‌তে আছেন তিনি। করোনা মহামারীর কারণে চীন থেকে দে‌শে ফিরে পরিচালনা করছিলেন মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরা‌জিতা ইন্টারন্যাশনাল।

বিএসএমএমইউ হাসপাতালে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে শারমিনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। মামলায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, এ মাস্কের কারণে কোভিড-১৯ সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এদিকে, আজ শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শারমিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্রজীবনে শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন। আওয়ামী লীগের গত কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছিলেন। এর আগের কমিটিতে একই উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন তিনি।