০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৭

যুবাদের বিশ্বজয়ে টিএসসিতে বাঁধ ভাঙা উল্লাস

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশী যুবাদের জয়সূচক রানটি নেয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থীরাই নয় তাদের সঙ্গে যোগ দেন পথচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষ। মুহ‍ূর্তের মধ্যেই যেন জনসমুদ্রে পরিণত হয় টিএসসি চত্বর।

আজ রবিবার দুপুরে খেলা শুরুর পর থেকে টিএসসির পায়রা চত্বরে ডাকসুর উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। তাই সন্ধ্যা থেকে টিএসসি এলাকায় ভিড় করেন শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে জয়সূচক রানটি আসার সঙ্গে সঙ্গে নেচে-গেয়ে জয়ের মুহূর্ত উদযাপন করেন তারা। ‘জয় বাংলাদেশ’ ‘জয় বাংলা’সহ নানা স্লোগানের পাশাপাশি ঢাক-ঢোল পিটিয়ে উল্লাসে মেতে উঠেন তারা। বিভিন্ন হল থেকে বেরিয়ে গায়ে রঙ মেখেও উল্লাসে সামিল হন তারা।

এই জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিতাস বিভাগের শিক্ষাথী রফিক আহমেদ বলেন, আইসিসির বড় কোন ইভেন্টে ছেলেদের এটাই প্রথম শিরোপা। এটা আমাদের বিশাল প্রাপ্তি। 

ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বজয় করছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ১৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় যুবারা। অধিনায়ক আকবর আলীর অপরাজিত ৪৩ রান করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট মনোনিত হন।