আবদুল হাইয়ের দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি উপাচার্য

আবদুল হাইয়ের দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি উপাচার্য
আবদুল হাইয়ের দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি উপাচার্য  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অধ্যাপক সাইয়েদ আবদুল হাই একজন মানবিক, অসাম্প্রদায়িক ও উদার মনের অধিকারী একজন খ্যাতিমান শিক্ষক ও মানবতাবাদী দার্শনিক ছিলেন। জ্ঞানতাপস অধ্যাপক সাইয়েদ আবদুল হাই অনেকগুলো মূল্যবান গ্রন্থ রচনা করেছেন যেগুলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ও শক্তিশালী সম্পদ। তাঁর মূল্যবোধ, সুন্দর দৃষ্টিভঙ্গি ও দর্শন থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও দার্শনিক অধ্যাপক সাইয়েদ আবদুল হাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সেমিনারে ‘‘সাইয়েদ আবদুল হাই : একজন মানবদরদী দার্শনিকের প্রতিচ্ছবি” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাইয়েদা মামুনা আখতার।

অনুষ্ঠানে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক মীর মোবাশ্বের আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের প্রাক্তন ডিন ও দর্শন বিভাগের অনারারি অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

এ সময় অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ব‌লেন, একজন সত্যিকারের মানুষ এবং দার্শনিক ছি‌লেন অধ্যাপক সাই‌য়েদ আবদুল হাই স্যার। ব্যক্তিগত জীবনে তি‌নি যেমন নৈতিক ছি‌লেন তেম‌নি ছাত্রছাত্রী‌দের জন্য ছি‌লেন একজন আদর্শ শিক্ষক।

অধ্যাপক ড. আনিসুজ্জামান ব‌লেন, একজন সত্যিকারের অসাম্প্রদায়িক মানুষ ছি‌লেন তি‌নি। এ সময় নি‌জের শিক্ষ‌কের স্মৃতিচারণ কর‌তে গি‌য়ে আবেগাপ্লুত হ‌য়ে প‌ড়েন তি‌নি।

এ সময় অন্য‌ান্যের মধ্যে উপস্থিত ছি‌লেন ইউ‌জি‌সির সা‌বেক অধ্যাপক ড. গা‌লিব আহসান খান, দর্শন বিভাগের সা‌বেক শিক্ষক অধ্যাপক হোস‌নে আরা বেগম, অধ্যাপক হাসনা বেগম, অধ্যাপক রওশন আরা, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম ম‌তিউর রহমান, অধ্যাপক ড. একে এম হারুনার রশীদ, অধ্যাপক মো নূরুজ্জাম‌ান, সহ‌যোগী অধ্যাপক আবুল খা‌য়ের মো. ইউনুছ, মো দাউদ খান প্রমুখ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ