অবৈধভাবে সিট দখলের উস্কানি দিচ্ছে বিজয় একাত্তর হলের জিএস নিশান
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজয় ৭১ হলের জুনিয়রদের অবৈধভাবে সিট দখলের উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে বিজয় ৭১ হলের জিএস নাজমুল হাসান নিশানের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বৃহস্প্রতিবার হল প্রভোস্ট কর্তৃক সিট বরাদ্দের তালিকা দেওয়া হয়েছে। কিন্তু যারা হলের বাইরে থাকে এবং সিট বরাদ্দ পেয়েছে তাদের বৈধ সিট অবৈধ ভাবে দখল করার জন্য তার গ্রুপের পলিটিকাল জুনিয়রদের উস্কানি দিচ্ছেন হল সংসদের জিএস নাজমুল হাসান নিশান ও রাজিব।
জিএস নিশান ও রাজিব তার গ্রুপের ম্যাসেনজার গ্রুপে জুনিয়রদের এই উস্কানি দিয়েছে বলে জানা গেছে। তবে, বিষয়টি অস্বীকার করেছেন নাজমুল হাসান নিশান।
এ ব্যাপারে নিশান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,আমি এমন কিছু বলি নাই। আমার আইডি এক মাস আগে হ্যাক হয়েছে। আইডি হ্যাক হওয়ার বিষয়ে থানায় কোন জিডি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,আমার আইডি মাঝে মাঝে হ্যাক হয়। আমি থানায় জিডি করতে গিয়েলাম কিন্তু থানায় ওসি স্যার না থাকার কারনে জিডি করতে পারি নাই।
তবে তিনি অস্বীকার করার পর জানা গেছে তার আইডি বর্তামানে চলমান রয়েছে। তিনি তার আইডি বর্তমানে চালাচ্ছেন এবং এই আইডি দিয়ে তিনি মেসেজ ও করেছেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূইয়া দ্যা ডেইলি ক্যাম্পাস কে বলেন, এ রকম কোন অভিযোগ পাই নাই। যারা সিট পেয়েছে তাদের কে আমরা হলে তুলে দিব। যদি কেউ এতে বাধা প্রদান করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভাবে ব্যাবস্থা নিব।