২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩০

রুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু কাল, অংশ নিচ্ছেন ১৫ দেশের গবেষক

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হতে যাচ্ছে ‘৫ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-২০২৬’। আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এ আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এবারের কনফারেন্সে বিশ্বের অন্তত ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন

‎তিন দিনব্যাপী এই কনফারেন্স আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুরু হয়ে শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত চলবে। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

‎উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। কনফারেন্স চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ।

‎আয়োজক সূত্রে জানা গেছে, এবারের কনফারেন্সে বিশ্বের অন্তত ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, ইরাক, সৌদি আরব, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জার্মানি। এই আন্তর্জাতিক অংশগ্রহণ ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল শিক্ষায় বৈশ্বিক জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎আন্তর্জাতিক মানের অধ্যাপক ও গবেষকদের সমন্বয়ে গঠিত টেকনিক্যাল কমিটির নিবিড় পর্যালোচনার পর মোট ৯৯৫টি গবেষণা প্রবন্ধের মধ্যে ৩৩৫টি উচ্চমানসম্পন্ন প্রবন্ধ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৮৬টি প্রবন্ধ উপস্থাপনের জন্য গবেষকরা ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। উপস্থাপিত প্রবন্ধগুলো পরবর্তীতে আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশের জন্য জমা দেওয়া হবে।

‎কনফারেন্সের বিভিন্ন সেশনে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কি-নোট পেপার উপস্থাপন করবেন এবং আমন্ত্রিত বক্তা হিসেবে তাদের সাম্প্রতিক গবেষণালব্ধ ফলাফল তুলে ধরবেন।

‎কনফারেন্সে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশলের সমসাময়িক ও উদীয়মান বিভিন্ন গবেষণা ক্ষেত্রের ওপর আলোকপাত করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং, কমিউনিকেশন ও নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও সাইবার সিকিউরিটি, ইমেজ ও সিগন্যাল প্রসেসিং, রোবটিকস ও মেকাট্রনিকস, ইন্টারনেট অব থিংস (আইওটি), ওয়েব ও ক্লাউড কম্পিউটিং, ফোটোনিকস ও ন্যানোটেকনোলজি, পাওয়ার ও এনার্জি সিস্টেম, ডিভাইস ও সিমুলেশন এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং।

‎আয়োজকরা জানান, এই কনফারেন্সের মাধ্যমে উপস্থাপিত গবেষণা ও উদ্ভাবন দেশের শিল্প খাতে প্রযুক্তিগত উন্নয়ন ও কাঠামোগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের জন্য নতুন গবেষণা সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

‎উল্লেখ্য, আন্তর্জাতিক এই কনফারেন্সে টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন। এ ছাড়া আর্থিক ও সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), নেসকো, পিডিবি এবং রূপালী ব্যাংক পিএলসি। কনফারেন্সের বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন- www.icecte.ruet.ac.bd।