ঢাবিতে সেই জামায়াত নেতার কুশপুত্তলিক দাহ করবে শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঘিরে জামায়াত নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করবেন। মিছিল শেষে জামায়াত শামীম আহসানের কুশপুত্তলিকা দাহ করবে শিক্ষার্থীরা। রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বীর তার ফেসবুক স্ট্যাটাসে এই কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান সম্প্রতি এক বক্তব্যে দাবি করেন, ‘আমরা দেখছি ডাকসু নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।’ মূলত তার এই মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদের প্রতি মানহানিকর ও মিথ্যাচার বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা।
ঘোষণা অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করবেন। মিছিল শেষে সেখানে শামীম আহসানের কুশপুত্তলিকা দাহ করা হবে। এ সময় তার বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হবে।