ভিপি হওয়ার পর প্রথমবারের মতো নিজের প্রিয় প্রতিষ্ঠানে সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর প্রথমবারের মতো নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ‘বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায়’ গেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে এ কথা জানান জানান।
সাদিক কায়েম তার পোস্টে লেখেন, ‘বায়তুশ শরফের পীর মাওলানা আব্দুল জব্বার (রহ)-এর কবর জিয়ারত করলাম। মহান আল্লাহ দেশ ও জাতির এই আধ্যাত্মিক রাহবারকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।’
তিনি আরও উল্লেখ করেন, ‘সফরে আসাতিযায়ে কিরাম, তালিবুল ইলম এবং স্থানীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় হয়। আমাদের রিশতা লা ইলাহা ইল্লাল্লাহ, লক্ষ্যও তাই। এই লক্ষ্য অর্জনে আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ ও সমর্থ হবার তাওফিক দিন। আমিন।’
আরও পড়ুন: দশম গ্রেডসহ তিন দাবি নিয়ে আলোচনা করতে মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষক নেতারা
ডাকসুর সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী দুজনের বাড়ি পার্বত্য চট্টগ্রামে। তারা দুজনই চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ভিপি মো. আবু সাদিকের (সাদিক কায়েম) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তার প্রাথমিক শিক্ষা ও কৈশোর কেটেছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়।
সাদিক কায়েম চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তার জন্ম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে তার বাবার ব্যবসার সূত্রে তিনি বড় হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলায়।
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাবা ব্যবসা করেন। তার প্রাথমিক শিক্ষা খাগড়াছড়িতেই হয়। তিনি স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।