১৩ নভেম্বর ২০২৫, ১৬:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

ঢাবির ৫ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা  © ফাইল ছবি

১৩ নভেম্বর ঘিরে গত মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ ৫টি অ্যাকাডেমিক স্থাপনায় তালা ঝুলানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বিশ্ববিদ্যালয়ের ৫ জন নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত নিরাপত্তা প্রহরীরা হলেন- মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), মো. আলী আহমেদ (কার্জন হলের পেছনের গেট)। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরখাস্তকৃত এসব কর্মচারী মঙ্গলবার রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্বে ছিলেন। সেসময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের কর্মস্থল পরিদর্শনে গেলে তাদের কাজে দায়িত্ব অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়।

জানা গেছে, মঙ্গলবার ভোরে তালা ঝুলানোর ঘটনায় নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হল নিষিদ্ধ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাকিবুর রহমান সায়েম। এই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

চারুকলা অনুষদ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গেটে তালা দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমদ।