জাবিতে গাঁজাসহ বহিরাগত ২ শিক্ষার্থী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিত্যক্ত সুইমিংপুল এলাকায় গাঁজাসহ দুই বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা। আজ শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুই বহিরাগত শিক্ষার্থী হলেন আজিজুর রহমান শান্ত ও আসিফ হাসান। শান্ত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, শান্তের তার বাবা মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের একাউন্টস অফিসের একজন স্টাফ। আসিফ গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেরওয়ানি বাজার এলাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, ওই বহিরাগত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত সুইমিংপুল সংলগ্ন স্থানে বসে সেবনের জন্য গাঁজা প্রস্তুত করছিল। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা শাখার সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে হাতেনাতে ধরে। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান তারা মাঝেমধ্যে এখানে এসে গাঁজা খান এবং অন্যান্যদেরও খাইতে দেখেন। কেউ কিছু বলে না তাই তারা এখানে আসেন।
এ বিষয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অসিম চন্দ্র রায় বলেন, বহিরাগত শিক্ষার্থী এসে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করবে—এটা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আমরা ছাড় দেব না।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের এক স্টাফের ছেলেও ছিল। মানবিক বিবেচনায় অভিভাবকদের মুচলেকা নিয়ে আজ ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।