জং ধরা লোহার টুকরো পড়ে ঢাবি শিক্ষার্থী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ অনয় মল চত্বরে জং ধরা লোহার টুকরো পড়ে আহত হয়েছেন। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে মলচত্বরের জ্ঞানচক্ষু খ্যাত ভাস্কর্যের ছাউনির নিচে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী তানজিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুপুর ২টার দিকে মল চত্বরের জ্ঞানচক্ষু খ্যাত ভাস্কর্যের ছাউনির নিচে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ছাউনির উপরের জং ধরা অংশ খসে পড়ে তার মাথায় আঘাত লাগে। এতে তার মাথায় ক্ষত তৈরি হয় এবং রক্তপাত শুরু হয়। পরে সহপাঠীরা তাকে দ্রুত শহীদ মর্তুজা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন : ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার, ৯ জনকে সতর্ক
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত মল চত্বরের ভাস্কর্য ও ছাউনির সংস্কার করা। সামান্য অবহেলায় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এমন দুর্ঘটনার শিকার না হয়, সে ব্যবস্থা নেওয়া দরকার।
প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা জানান, মাথার ক্ষত গুরুতর নয়, তবে আরও ভারী কিছু পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তাকে টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।