টায়ারের আগুনে নমিনেশন আসবে কিনা জানি না, মানুষের কষ্ট হচ্ছে: চাকসুর এজিএস
দাদীর জানাযায় যোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে গাজীপুর যাওয়ার পথে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাকর্মীদের অবরোধের মুখে পড়েছেন চাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক। শাখা ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদক রাত ৯টার দিকে এক ফেসবুক পোস্টে নিজেই জানিয়েছেন এ তথ্য।
আজ সোমবার (৩ নভেম্বর) মৃত্যু বরণ করেন তৌফিকের দাদী সাজেদা বেগম (৯০)। এ খবরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তৌফিক। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডে ধানের শীষের মনোনয়ন বঞ্চিতরা সড়ক অবরোধ করলে আটকে যান তিনি।
এক ফেসবুক পোস্টে আইয়ুবুর রহমান তৌফিক লিখেছেন, ‘ফেরাটা বড্ড জরুরি। কিন্তু পথে এত বাধা। টায়ারের আগুনে নমিনেশন আসবে কিনা জানি না, তবে মানুষের কষ্ট হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ভাটিয়ারি সীতাকুন্ড এলাকায় বন্ধ। ট্রেন ছাড়া ফেরার আর রাস্তা নাই।’
এর আগে দাদীর মৃত্যুর খবর জানিয়ে আরেকটি পোস্ট দিয়েছিলেন চাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদে ছাত্রদলের একমাত্র এই প্রতিনিধি। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমার দাদী সাজেদা বেগম (৯০) ইন্তেকাল করেছেন। জন্মের এক বছর পরই দাদাকে হারিয়েছি। জীবনের সকল স্নেহ দাদীর কাছ থেকেই পেয়েছি। ব্যক্তিগত জীবনে আমার দাদী অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। দাদী আজ আর নেই, শেষ মুখটুকু দেখতে পারলাম না।’
তিনি লিখেছেন, ‘গতরাতে বাড়ি যেতাম, কিন্তু আজ চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার কারণে যেতে পারিনি। এই আফসোস সারা জীবনের। গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আগামীকাল সকালে কাপাসিয়ার বরুণ গ্রামে পারিবারিক কবরস্থানে দাদীকে চিরনিদ্রায় শায়িত করা হবে। আপনাদের সকলের নিকট দাদীর জন্য দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে দাদীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।’
এদিকে এজিএসের দাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে চাকসু।