০১ নভেম্বর ২০২৫, ১৬:০৯

ঢাবিতে ভুয়া ছাত্র ধরা শিক্ষার্থী নিজেই ভুয়া

সিনান ইবনে নিবিড়  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে শহীদুল্লাহ হলে যাতায়াত করতেন সিনান ইবনে নিবিড় নামে এক যুবক। তার এক ফেসবুক পোস্টে অন্য এক ভুয়া শিক্ষার্থীকে উল্লাস করে পোস্ট দিতে দেখা যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় টিউশনও করাতেন বলে জানা গেছে।

আজ শনিবার ( ১ নভেম্বর)শহীদুল্লাহ হলের কয়েকজন শিক্ষার্থী তার পরিচয় ভুয়া বলে শনাক্ত করেন। পরে তাকে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাই শেষে ওই যুবককে শাহবাগ থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ কে এম নূরে আলম সিদ্দিকী বলেন, সে এতোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে যাওয়া আসা করত এবং  রোবোট্টিকস এন্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে পরিচয় দিত। কয়েকদিন আগে ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তার পরিচয় জানতে পারলে সে সবাইকে ব্লক করে দেয়। সে হল ও বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে যুক্ত ছিল এবং বিভিন্ন লেখালেখি করত।  

আজকে সে হলে আসলে শিক্ষার্থীর তাকে আটক করে এবং আমাকে জানায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিভিন্ন কথায় অপ্রাসঙ্গিক পাওয়া যায়। তার অভিভাবককে মুচলেকা দিয়ে নিয়ে যেতে বললে তার অভিভাবক আসেনি। আমরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয়ার শর্তে শাহবাগ থানায় দিয়েছি। কোনো কেইস ফাইল করা হয়নি।