ঢাবি ক্যাম্পাসে তেলের গাড়ি আটকে দিলেন ভিপি নুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মে ২০১৯, ০২:৪৫ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০১:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়ার সময় সোমবার রাতে একটি তেলবাহী গাড়ি আটকে দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। কোটা সংস্কার আন্দোলনকারীদের ফেসবুকে শেয়ার করা এক ভিডিও’র মাধ্যমে এমনটাই দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, ‘পদ্মা’ লেখা একটি তেলবাহী গাড়ি আটকে দাঁড়িয়ে আছেন নুরুল হক নুরসহ অন্যরা। এ সময় দুই ব্যক্তির সঙ্গে তাদের কথাকাটাকাটি করতে দেখা যায়। যারা ওই গাড়ির চালক ও সহকারী বলে ধারণা করা হচ্ছে। এ সময় নুর তেল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এর মালিক কে তা জাতে চান। এরপর ওই দুই ব্যক্তির কাছ থেকে কোন একজনের ফোন নম্বর নিয়ে কথা বলেন নুর।
এ সময় তার সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ঘটনাটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেন।
ডাকসু ভিপি নুর বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে তেলের গাড়ি চললে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর এ জন্য
পরে ভবিষৎতে ক্যাম্পাসের ভেতর দিয়ে তেলের গাড়ি নিয়ে প্রবেশ করবেন না বলে আর্জি জানালে তাদের ছেড়ে দেওয়া হয়।