শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার কুরআন বিতরণ করল চবি ছাত্রশিবির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুরআন বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে প্রায় পাঁচ হাজার পবিত্র কুরআন বিতরণ করে সংগঠনটি।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কুরআন বিতরণ কার্যক্রম শুরু হয়, যা চলে বিকেল পর্যন্ত।
চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ঐশী বলেন, আমি মুসলিম হিসেবে কুরআন পড়তে পারিনা এটা আমার দুর্বলতা। আজকে ছাত্রশিবিরের উদ্যোগের ফলে আমি কুরআন নিতে পারছি। এর মাধ্যমে আমি কুরআন পড়ার সুযোগ পেয়েছি।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা ফারিয়া বলেন, ছাত্রশিবিরের এ ধরনের কার্যক্রম একটি ব্যতিক্রমী উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে আসার পর পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা অনেক সময় ধর্মীয় চর্চা থেকে দূরে সরে যাই। এ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় সংস্কৃতিও অনুশাসনের দিকে ফিরে আসতে পারব।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমাদের এ কর্মসূচির আয়োজন পূর্বেই নেয়া হয়েছিল। চাকসুর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে এজন্য করা হয়নি। নির্বাচন পরবর্তী সময়ে আজকে আমরা কুরআন বিতরণ করছি। আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে আমরা একটি করে কুরআন পৌঁছে দিতে পারব। আমাদের আজকে প্রায় পাঁচ হাজার কুরআন বিতরণ হয়েছে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, আমাদের এ ধরনের উদ্যোগ নতুন কিছু নয়। আমরা বিগত সময়েও এ ধরনের উদ্যোগ নিয়েছি। আমরা গতবছর তিন হাজারের অধিক কুরআন বিতরণ করেছি। আমাদের হাতে পাঁচ হাজার কুরআন আছে, আজকে আমরা সেগুলো বিতরণ করেছি। যদি শিক্ষার্থীদের প্রয়োজন পড়ে আমরা আরো কুরআন নিয়ে আসব তাদের জন্য।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, আমাদের আজকের উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণে সাড়া পেয়েছি। আমাদের এ কর্মসূচি পূর্বেই ঘোষণা করা হয়েছিল চাকসুর জন্য বিলম্ব করে আজকে বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, গতকাল নোয়াখালীতে দারসুল কুরআন অনুষ্ঠানে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে, আমরা সেটির নিন্দা ও প্রতিবাদ স্বরুপ আজকে কুরআন বিতরণ করছি।