১৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

নির্বাচনে কিছু ত্রুটি থাকলেও কমিশনারকে ধন্যবাদ জানালেন ছাত্রদল সেক্রেটারি

ছাত্রদলের সাধারণ সম্পাদক  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটগ্রহণের জন্য আন্তরিক প্রচেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। একইসাথে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনকি আজকে যেটি হচ্ছে, সেটির চেয়ে ভিন্ন প্রেক্ষাপট ছিল। নির্বাচনে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি থাকলেও আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। এখানে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, ত্রুটি-বিচ্যুতি ছিল, প্রশাসন একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে, এটি যেমন সত্য, একইসাথে নির্বাচনের পরিবেশকে আমরা ইতিবাচক দেখছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকতার সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করেছে।'

সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমরা কিছু অভিযোগ জানিয়েছিলাম উল্লেখ করে তিনি বলেন, 'সোহরাওয়ার্দী হল সংসদের ভোট পুনর্গণনার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। উনারা আমলে নিয়েছেন। ভোট পুনর্গণনা হবে বলে জানিয়েছেন।'