মেডিকেল আমলে নিয়ে পরিবর্তন আসতে পারে ঢাবির ভর্তি পরীক্ষায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞান ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে অন্য একটি ইউনিটের সঙ্গে এ তারিখ পরিবর্তন করার বিষয়ে চিন্তাভাবনা করছে ভর্তি কমিটি। আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা ৩টায় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়।
এদিকে আগামী ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। পরপর দুইদিন বিজ্ঞানের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দুই ভর্তি পরীক্ষা থাকায় উদ্বেগে ছিলেন ভর্তিচ্ছুরা। বিষয়টি নজরে আসে ভর্তি সংশ্লিষ্টদেরও। ফলে আজ সোমবার ভর্তি কমিটির সভায় বিজ্ঞান ইউনিটের তারিখ পরিবর্তন আসতে পারে।
সূত্র জানায়, আগের নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা হবে। তবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অন্য ইউনিটের তারিখে হবে। আর ওই ইউনিটের পরীক্ষা হতে পারে ১৩ ডিসেম্বর। আজকের ভর্তি কমিটির সভায় বিষয়টি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান
জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এতে বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। সে অনুযায়ী, এবারের শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে জন্য অনলাইনে আবেদন শুরু হবে।
২৮ নভেম্বর আইবিএ, ২৯ নভেম্বর চারুকলা ইউনিট, ৬ ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ২০ ডিসেম্বর কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছিল। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অন্য একটি ইউনিটের সঙ্গে পরিবর্তন হতে পারে বলে সূত্র জানিয়েছে।