০৯ অক্টোবর ২০২৫, ১১:৩৮

বিশেষ বিসিএস উপলক্ষে ঢাকা আসতে ৪টি বাস দিবে রাবি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয় লোগো  © ফাইল ফটো

৪৯তম বিসিএস (বিশেষ) উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢাকায় যাতায়াতের জন্য ৪ টি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য থেকে ঢাকায় যাতায়াতের জন্য আবেদনকারীর সংখ্যা ৭৩১ জন হওয়ায় সকল শিক্ষার্থীর জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করা গেল না বলে পরিবহন প্রশাসন আন্তরিকভাবে দুঃখিত। পরিবহনের জন্য ২টি বাস দেওয়ার কথা থাকলেও সংখ্যা বাড়িয়ে ৪টি বাসের ব্যবস্থা করা হয়েছে। যাতে ২০০ জনকে যাতায়াতের সুবিধা দেওয়া যাবে।

বৃহস্পতিবার রাত ৯টায় জোহা চত্বর থেকে বাস ছাড়বে এবং ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিকেল ৩টায় বাস ছেড়ে আসবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।