ঢাবি প্রক্টরের রুটিন দায়িত্বে মাহবুব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পাঁচদিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন। আগামীকাল রবিবার (৫ অক্টোবর) থেকে তার ছুটিকালীন জরুরি প্রয়োজনে তিনটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আজ শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রক্টর সাইফুদ্দীন আহমদ আগামী ৫ থেকে ১০ অক্টোবরপর্যন্ত কর্তব্যরত ছুটিতে বিদেশ গমন ও অবস্থান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার এ সময়ে প্রক্টরের রুটিন দায়িত্বে থাকবেন।
আরও পড়ুন: সম্মানীর নামে অসম্মান? ‘এক হাজারের গণ্ডি’ থেকে বের হতে পারছে না ঢাবি
এ সময়ে জরুরি প্রয়োজনে তিনটি নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নম্বরগুলো হলো ০১৭৩৩-৫০৯৬৯৪ (অফিস), ০১৯৭৮-১২৬২৫০ (পার্সনাল) ও ০১৩৪১-৫৯১৪০৪ (প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিম)।