ঢাবির হলে গাঁজা সেবনের সময় দুই শিক্ষার্থীসহ ৪ জন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ্ হল থেকে মাদক সেবনকালে চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বাকি দুজন বহিরাগত বলে জানা গেছে।
হলটির আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তারা ওই কক্ষে যান এবং সেখানে আটকদের জিজ্ঞাসাবাদ করেন। জেরার সময় আটককৃতরা মাদকদ্রব্য গ্রহণের কথা স্বীকার করে।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই ৪৮ বিশ্ববিদ্যালয়ে
তিনি আরো জানান, কক্ষে মোট চারজন উপস্থিত ছিল, যার মধ্যে দুজন শিক্ষার্থী এবং দুইজন বহিরাগত। পরে বহিরাগতদের প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে কার্জন হল এলাকার দায়িত্বরত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, আটকদের প্রক্টর অফিসে নিয়ে আসা হয় এবং তারা অপরাধ স্বীকার করার পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। মুচলেকায় তারা ভবিষ্যতে এমন কার্যকলাপে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দেন।