৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১

ক্যান্টিন পরিচালনার জন্য আগ্রহী প্রার্থীদের দরখাস্ত আহ্বান

ঢাবির সুফিয়া কামাল হল  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের সুফিয়া কামাল হল ক্যান্টিন পরিচালনার জন্য আগ্রহীদের নিকট থেকে পুনরায় দরখাস্ত আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. ছালমা নাছরীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন-১ পরিচালনার জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণকে তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। 

আরও বলা হয়েছে, এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন বিশিষ্ট ব্যক্তির নাম (যাদের সাথে কোন আত্মীয়তার সম্পর্ক নেই) রেফারেন্স হিসেবে আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৭ অক্টোবর।