ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওমেন্স হেলথ ক্যাম্প বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ওমেন্স হেলথ ক্যাম্প। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন চত্বরে ওমেন্স হেলথ ক্যাম্পের (খুলে বলো ক্যাম্পেইন) আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইজন গাইনী বিশেষজ্ঞ নারী চিকিৎসক এ ক্যাম্পে উপস্থিত থাকবেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উদযাপন উপলক্ষে নুভিস্তা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ ও ফার্মেসী অনুষদ এ ক্যাম্প আয়োজন করেছে। ওমেন্স হেলথ ক্যাম্পে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইরেগুলার সাইকেল, একনি ও হিরসুটিজম, এন্ডোমেট্রিওসিস, আয়রন ও ভিটামিন ডি ঘাটতি, থাইরয়েড জনিত সমস্যা, স্তন ও জরায়ু ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।
আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীর জন্য এ ক্যাম্প উন্মুক্ত থাকবে। নির্ধারিত সময়ে ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।